
জামালপুরের সরিষাবাড়ীতে শাশুড়ির সাথে অভিমান করে শাবানা বেগম (২৪) নামে দুই সন্তানের জননী বিষপান করে আত্মহত্যা করেছে।
৮ জানুয়ারি, বুধবার সকালে ভাটারা ইউনিয়নের ভাটারা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিছুর রহমান। শাবানা বেগম পাশ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার সিদুলি ইউনিয়নের মদন গোপাল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও ভাটারা উত্তর পাড়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শাবানা বেগম রান্না করার লাকড়ি নিয়ে শাশুড়ির সাথে ঝগড়া হয়। পরে সন্ধ্যায় অভিমানে ঘরে থাকা বেগুন গাছে দেয়ার জন্য আনা বিষ পান করে। এসময় শাবানার স্বামী রুহুল আমিন বুঝতে পেরে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে জামালপুর নেয়ার পথে রাতে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহতের স্বামী রুহুল আমিন জানান, বেগুন ক্ষেতে দেওয়া জন্য বিষ ঘরে রাখা ছিল। আমার মার সাথে অভিমান করে বিষপান করে। আমার স্ত্রীর একটু রাগ অভিমান বেশি থাকায় এই ঘটনাটি ঘটেছে বলেও জানান তিনি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, শাবানার পরিবার বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করলে আমাদের উর্ধ্বোতন কর্মকর্তার সাথে কথা বলে পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/মনির/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]