
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এক এনজিও কর্মী নিহত হয়েছে। ৭ জানুয়ারি, মঙ্গলবার সন্ধ্যায় শহরের জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে অপরদিক থেকে আসা মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এনজিও কর্মী হোসনেআরা মালা (৪২) ঘটনাস্থলেই মারা যায়। এসময় মোটরসাইকেল চালকসহ অটোরিকশা, পথচারীসহ ১৪ জন আহত হয়। এর মধ্যে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও গুরুতর আহত অপর ৫ জনকে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত এনজিওকর্মী মালা পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকার ক্যাবল ব্যবসায়ী সামসুজ্জোহার স্ত্রী। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালকসহ হেলপার পালিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ সড়ক দুর্ঘটনায় এনজিও হোসনেয়ারা মালা নিহতের সত্যতা জানিয়ে বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তেঁতুলিয়া থেকে পঞ্চগড় আসছিল। আইনি প্রকৃয়া শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
বিবার্তা/গোফরান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]