ভালুকায় বিরোধপূর্ণ জমি নিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৪৮
ভালুকায় বিরোধপূর্ণ জমি নিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ভালুকায় বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা ও থানায় দু’পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় উভয়পক্ষের মাঝে দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কা করছেন এলাকাবাসী।


মামলা তুলে নিতে এক পক্ষের হুমকির কারণে থানায় ডায়েরি করা হয়েছে। ঘটনাটি উপজেলার চান্দরাটি গ্রামে।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চান্দরাটি গ্রামের আব্দুল সাত্তারের ছেলে সাইদুল ইসলাম গং এবং আবুল মুনসুর হায়দার খসরু ও এনামুল হক গংদের মধ্যে চান্দরাটি মৌজায় সিএস খতিয়ান নম্বর ১০০ ও ১৩৫৮ নম্বর দাগে এক একর ৫১ শতাংশ ও ১৩৩৬ নম্বর দাগে ১ একর ১৫ সহ ২ একর ৬৬ শতক চালা ও বোরো জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ও আদালতে মামলা চলমান আছে।


স্থানীয়রা জানান, ওই জমিটি নিয়ে যেকোন সময় দু’পক্ষের মাঝে দাঙ্গা হাঙ্গামা ঘটে যেতে পারে।


এক পক্ষের মামলা'র বাদি সাইদুল ইসলাম জানান, ওই জমিটি তারা সিএস, আর ও আর মূলে ২ একর ৬৬ শতক জমির মালিক। কিন্তু প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ধরে কিছু জমি তাদের ভোগ দখলে ছিল। গত ৬ মাস আগে জমিতে চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষরা প্রাণনাশসহ পুলিশ দিয়ে তাদেরকে হয়রানি করে আসছেন। বাধ্য হয়ে তিনি জমি উদ্ধারের জন্য আদালতে মামলা করেছেন। এদিকে মামলা তুলে নেয়ার জন্যও তারা হুমকি দিচ্ছে। পরে সোমবার (৬ জানুয়ারি) রাতে মডেল থানায় তিনি সাধারণ ডায়েরি (নম্বর-৩৫৮) করেছেন।


এ ব্যাপারে প্রতিপক্ষ আবুল মুনসুর হয়দার খসরু জানান, সিএস ১৩৫৮ নম্বর দাগে তারা ক্রয়সূত্রে ১ একর ৫২ শতাংশ জমির মালিক এবং তারা ওই জমিটি দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন। সম্প্রতি সাইদুল ইসলাম গং তাদেরকে জমি আবাদে বাধা দিচ্ছেন।


এ ব্যাপারে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।


ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, অভিযোমূলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/সাজ্জাদুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com