
কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু । আর রাতের আধারে ড্রাম ট্রাকে করে যাচ্ছে উপজেলার বাইরের এলাকাগুলোতে।
সরেজমিনে দেখা যায়, থানাহাট ইউনিয়নের রাজারভিটা, পুটিমারী কাজলডাঙ্গা, মাঝস্থল, হাটিথানা, রমনা ইউনিয়নের রমনা ঘাট, গুড়াতি পাড়া, এবং রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল ও ফকিরেরহাট এলাকায় বালু উত্তোলন ও ভিডি মাটি কাটার কাজ চলছে।
এই অবৈধ কার্যক্রমের ফলে ডান তীর রক্ষা প্রকল্প, পাউবো বাঁধ, রাজারভিটা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, রাজার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রমনা রেলওয়ে স্টেশন, হাটিথানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রমনা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন পাকা ও কাঁচা রাস্তা, বসতবাড়ি এবং শতশত একর ফসলি জমি হুমকির মুখে পড়েছে।
চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক জানান, অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন ও পাড় থেকে ভিডি মাটি কাটার বিরুদ্ধে উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি, বালু উত্তোলন ও মাটি কাটার অপরাধে বেশ কিছু ট্রাক্টর আটক করা হয়েছে এবং তিনজন চালককে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, অবৈধভাবে যারা বালু উত্তোলন ও মাটি কাটছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/রাফি/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]