হিলির
ছাতনী চারমাথা হাট-বাজার সমিতির সভাপতি আতাউর সম্পাদক দলিল
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ২২:৪৪
ছাতনী চারমাথা হাট-বাজার সমিতির সভাপতি আতাউর সম্পাদক দলিল
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভার ছাতনী চারমাথা হাট-বাজার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক পদে মো. দলিল উদ্দিন মন্ডল ও ক্যাশিয়ার পদে আব্দুস সবুর আকন্দ নির্বাচিত হয়েছেন।


সোমবার (৬ জানুয়ারি) পূর্ব তফশিল অনুযায়ী পৌরসভার ছাতনী চারমাথা বাজারে মনোরম পরিবেশে গোপন ব্যালট পেপার এর মাধ্যমে বিরতিহীন ভাবে সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।


পরে বাদ মাগরিব নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচনের দ্বায়িত্ব প্রাপ্ত মোঃ শাহাজাহান আলী। নির্বাচনে ১১৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রদান করেন। প্রতিটি পদে ২ টি করে ভোট বাতিল হয়েছে বলে জানান তিনি।


এতে সভাপতি পদে মো. আতাউর রহমান (হরিণ) মার্কা প্রতীকে ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ছমির উদ্দিন (হাতি) প্রতীকে ৪০ ভোট পেয়েছেন।


সাধারণ সম্পাদক মো. দলিল উদ্দিন মন্ডল (আনারস) প্রতীকে ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফেরদৌস রহমান (ডাব) প্রতীকে ৩৯ ভোট পেয়েছেন।


এছাড়া ক্যাশিয়ার পদে আব্দুস সবুর আকন্দ (গাছ) প্রতীকে ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু বক্কর (খাতা কলম) প্রতীকে ৫২ ভোট পেয়েছেন।


নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান বলেন, হাট-বাজার সমিতির উন্নয়নে সবার পরামর্শ ক্রমে সকল কাজ করা হবে ইনশাআল্লাহ।


বিবার্তা/রব্বানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com