পঞ্চগড় শিবিরের নেতৃত্বে পুনরায় জুলফিকার-রাশেদ নির্বাচিত
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:২৮
পঞ্চগড় শিবিরের নেতৃত্বে পুনরায় জুলফিকার-রাশেদ নির্বাচিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পঞ্চগড় জেলা শাখার ২০২৫ সেশনে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জুলফিকার রহমান এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন রাশেদ ইসলাম।


জুলফিকার রহমান ও রাশেদ ইসলাম আগের সেশনেও সভাপতি-সেক্রেটারি ছিলেন।


সোমবার (৬ জানুয়ারি) সকালে পঞ্চগড় জেলা জামায়াতের অফিসে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়।


ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকীক সভাপতির নাম ঘোষণা করেন। পরে নবমনোনীত সভাপতি অন্যান্য সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারির নাম ঘোষণা করেন।


ছাত্রশিবিরের দিনাজপুর শহর সভাপতি রেজোয়ান ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক তোফায়েল প্রধান, সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, পঞ্চগড় শহর জামায়াতের আমীর জয়নাল আবেদীন প্রমূখ।


সমাবেশের সমাপনী অধিবেশনে সংগঠনের সদস্যদের দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকীক।


আগামীতে সংগঠনের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবগঠিত কমিটির সভাপতি-সেক্রেটারি।


জানা গেছে, নবগঠিত কমিটির সভাপতি জুলফিকার রহমান পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের ইংরেজি বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। অপরদিকে, সেক্রেটারি রাশেদ ইসলাম পঞ্চগড় নূরুন আলা নূর কামিল মাদ্রাসার কামিল প্রথম বর্ষের শিক্ষার্থী।।


বিবার্তা/গোফরান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com