ঝিনাইগাতীতে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১৮:২৮
ঝিনাইগাতীতে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতীতে দুই শতাধিক নাগরিকদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে সিনিয়র আরসিওয়াই ফোরাম।


শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে উপজেলার ডাকাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল।


কম্বল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শেরপুর জেলা ও ঝিনাইগাতী উপজেলা ইউনিটের সদস্যরা।


এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্টের শেরপুরের উপ-যুব প্রধান মো. আশিক মুন্না সাগর।


যুব রেড ক্রিসেন্টের ঝিনাইগাতী উপজেলা ইউনিটের দলনেতা সাংবাদিক মো. জাহিদুল হক মনিরের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র আরসিওয়াই ফোরামের সহসভাপতি মনিরুজ্জামান মনির, সেক্রেটারি মিজানুর রহমান হিরন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শেরপুরের সহকারী উপপরিচালক জীবন কুমার বিশ্বাস, ডাকাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শুক্রর মাহমুদ প্রমুখ।


বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট সর্বদাই আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। প্রতিবছরই শীতার্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে, এ বছরও তার ব্যতিক্রম নয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।


বিবার্তা/মনির/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com