মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০৯:২৫
মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।


এরমধ্যে নিমতলী এলাকায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ১২টার দিকে একটি দুর্ঘটনা ঘটে। আর সবশেষ শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে হাসাড়া এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে।


নিমতলী এলাকায় নিহতরা হলেন- আব্দুল্লাহ পরিবহনের হেলপার মো. জীবন (৪৪)। তার বাড়ি শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামে। অপর নিহত হলেন- বাসযাত্রী মো. রায়হান (২৭)। তিনি সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা।


এছাড়া গুরুতর আহত ব্যক্তিরা হলেন- অমিত (২৮), তাজল (২৮), প্রভাত ইসলাম (২২), মো. সাগর (৪৯), আব্দুল রহমান (১৮)সহ ১৬ জন।


হাসাড়া হাইওয়ে থানার এসআই আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়েছে মিনিবাসটি। এতে বাসটির ছাদ উড়ে গেছে, দুমড়ে-মুচড়ে গেছে বাসটি। কাভার্ডভ্যানটি আমরা জব্দ করেছি তবে চালক পালিয়ে গেছেন।


পুলিশ জানায়, মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো একটি কাভার্ডভ্যান। এ সময় ঘন কুয়াশায় দেখতে না পেয়ে কাভার্ড ভ্যানটির পেছনে ধাক্কা দেয় একটি মিনি বাস। এতে দুমড়েমুচড়ে যায় বাসটি। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মারা যান দুজন। এছাড়া ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।


শ্রীনগরর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ক্যামিলায়া সরকার জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।


এদিকে ভোরে হাসাড়া এলাকায় অপর দুর্ঘটনায় নিহত হন আরও দুজন। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে এই দুই ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ ও ২৫ বছর।


শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ক্যামিলিয়া সরকার জানান, রাতে দুজনের মরদেহ হাসপাতালে আনা হয়। ভোরে আরও দুজনের।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com