
ফেনীর দাগনভূঞায় আরএলবি ইটভাটা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। ২ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
জানা গেছে, দাগনভূঞা উপজেলার তুলাতলী বাজার এলাকায় আরএলবি-২ ইটভাটা পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে ইট প্রস্তুত ও বিক্রি করে আসছে।
এতে পরিবেশ অধিদপ্তর বারবার ইট উৎপাদন বন্ধ করার নির্দেশ দিলেও পরিবেশ অধিদপ্তরের নির্দেশ উপেক্ষা করে মালিকপক্ষ ইট উৎপাদন করে আসছে।
বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর মহাপরিচালক কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ও সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও ফেনী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত আরা কলি, সহকারি পরিচালক তানভীর হোসেন এর সমন্বয়ে গঠিত একটি টিম দাগনভূঞা উপজেলার তুলাতলি আরএলবি- ২ ইটভাটায় অভিযান চালিয়ে উৎপাদনের আগুন নিভানো ও ইট প্রস্তুতের সকল কার্যক্রম ভেঙে দেওয়া হয়। এসময় ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে উৎপাদন বন্ধ করা হয়।
আরএলবি ইটভাটার মালিক আবদু রহমান জানান, এ উচ্ছেদ অভিযানে প্রায় ৬ কোটি টাকা ক্ষতি হয়েছে।
পরিবেশে অধিদপ্তরের উপ পরিচালক শওকত আরা কলি জানান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক নির্বাহী ম্যাজিষ্ট্রেটে নেতৃত্বে অভিযান চালিয়ে আরএলবি- ২ ইটভাটা উচ্ছেদ করা হয়। অভিযানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকতাবৃন্দ উপস্থিত থেকে সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক আগামীতে জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/মনির/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]