থার্টিফার্স্ট নাইট অনুষ্ঠানে যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৫:৩৮
থার্টিফার্স্ট নাইট অনুষ্ঠানে যুবককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের ফতুল্লার বউবাজার এলাকায় থার্টিফার্স্ট নাইট অনুষ্ঠানে পূর্ব শত্রুতার জেরে মো. হৃদয় (১৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সানী (২০) ও হামিম (১৮) নামে আরও দুই যুবক আহত হয়েছে।


মঙ্গলবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরে রাত সোয়া ২টার গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হৃদয় নামের যুবককে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই যুবকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।


নিহত হৃদয় নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা বউবাজার এলাকার মো. হাবিবের ছেলে। তিনি শ্রমিক হিসেবে কাজ করতেন।


নিহতের বন্ধু সাব্বির জানান, গত রাত সোয়া ১২টার দিকে নিজেদের এলাকায় আমরা কয়েকজন বন্ধু থার্টিফার্স্ট নাইট পালন করছিলাম। এসময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ৭/৮ জন যুবক এসে আমাদেরকে মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে হৃদয়সহ আমাদের তিন বন্ধু গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান হৃদয় আর বেঁচে নেই।


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গত রাতে নারায়ণগঞ্জ থেকে রক্তাক্ত জখম অবস্থায় তিন যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-পরীক্ষা শেষে হৃদয় নামে তাদের একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই যুবকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।


তিনি আরও বলেন, নিহত ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com