
রাজধানী ঢাকার বাংলামোটরে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ চার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন দর্শনায় কর্মরত সাংবাদিকরা।
২৯ ডিসেম্বর, রবিবার বিকেল দর্শনা প্রেসক্লাবের সামনে বিকেল সাড়ে ৪ টার দিকে দর্শনা প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে বিভিন্ন সময় সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন এমনকি হত্যা করা হচ্ছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সাংবাদিকদের এই হামলা অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে এবার হামলার শিকার হয়েছেন দর্শনার কৃতি সন্তান, দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন মাল্টিমিডিয়া সম্পাদক আতাউর হোসেন।
চার সাংবাদিকের ওপর হামলার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে আরও জোরালো কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওসমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ মণ্ডল।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আওয়াল, মনিরুজ্জামান সুমন, চঞ্চল মেহবুব, নজরুল ইসলাম, আহসান হাবিব মামুন, রাজিব মল্লিক, হাসমত আলী, ইমতিয়াজ রয়েল, ওয়াসিম রয়েল, ফরহাদ হোসেন, আব্দুল আলিম, আবিদ হাসান রিফাত, আব্দুল হান্নান, বিল্লাল হোসেন, আসিম সাইদ, জালাল উদ্দিন।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]