
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের ওপর হামলাকারী এনায়েত করিম রাঙ্গাকে নাটোরের সিংড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সিংড়া উপজেলার ছোট বাঁশবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মো. এনায়েত করিম রাঙ্গা (৪৮) ছোট বাঁশবাড়িয়া গ্রামের হাজী জসীম উদ্দীনের ছেলে।
সিংড়া থানার তদন্ত (ওসি) রফিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, আসামী রাঙ্গার বিরুদ্ধে রাজধানী ও সিংড়াসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাই-আগস্ট বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনকে দমন করার জন্য এনায়েত করিম রাঙ্গাকে অর্থ দিয়েছিল বলে জানায় পুলিশ।
বিবার্তা/রাজু/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]