
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা প্রদান করা হয়েছে।
১৬ ডিসেম্বর, সোমবার দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরের লামা ছাত্র-জনতা পরিষদ এ সেবার আয়োজন করে।
লামা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) লাবনী আক্তার তারানা এ সেবা কর্মসূচির উদ্বোধন করেন। এসময় প্রশাসনের অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এতে সহযোগিতা করেন-আলিঙ্গন হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান ও লামা ছাত্র জনতা পরিষদের সদস্য আবু কাওছার, আনোয়ার হোসেন, হাসান মাহমুদ, নাজিম উদ্দীন, মো. মনির হোসেন, জামাল হোসেন, মাসুদ পারভেজ, রিয়াজ, আমির হামজা, মো. জীবন সহ লামা ছাত্র জনতা পরিষদ এর সদস্যবৃন্দ।
বিবার্তা/আরমান/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]