
"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ইসলামপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
৯ ডিসেম্বর, সোমবার সকালে দিবসটি উপলক্ষ্যে ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জনসচেতনতা মূলক আলোচনা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাদিয়া আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা.এএএম আবু তাহের, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি শাহজাহান সরকার, সদস্য ওসমান হারুনী ও গুরুদাসসহ অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বৈষম্যবিরোধী ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিবার্তা/ওসমান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]