
ঝিনাইদহের নলডাঙ্গা ইউনিয়নের যাত্রাপুর গ্রামের মষিয়াঘাট মাঠের বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে বিল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ওই বিলের মধ্যে একটি পুকুরে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা এখনও বলা যাচ্ছে না ।
বিবার্তা/রায়হান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]