খানসামায় টিসিবির ২১ হাজার কার্ডধারী পাচ্ছেন না সয়াবিন তেল
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৫:০৬
খানসামায় টিসিবির ২১ হাজার কার্ডধারী পাচ্ছেন না সয়াবিন তেল
খানসামা দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামা উপজেলার ২০ হাজার ৭৬৪ জন টিসিবি কার্ডধারী পরিবার চলতি পর্যায়ে সয়াবিন তেল পাচ্ছে না। টিসিবি পণ্য সরবরাহকারী ৮ ডিলার বলছেন, তেল সংকট থাকায় দেওয়া সম্ভব হচ্ছে না।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে ফ্যামিলি কার্ড অনুযায়ী প্রতি মাসে ডিলারের মাধ্যমে ইউনিয়ন পরিষদ চত্বরে সরকার নির্ধারিত মূল্যে পণ্য সরবরাহ করে। নিম্ন আয়ের পরিবারের মানুষের জন্য ভর্তুকি মূল্যে এই পণ্য সরবরাহ করে টিসিবি।


মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে উপজেলার আংগারপাড়া ও খামারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বর ঘুরে দেখা যায়, প্রতি মাসে টিসিবি কার্ডধারীকে ৫ কেজি চাল, ২ লিটার তেল ও ২ কেজি মসুর ডাল ৪৭০ টাকা প্রতি প্যাকেজ দেওয়ার কথা থাকলেও এবার চিত্র ভিন্ন। চলতি পর্যায়ে প্রতি টিসিবি কার্ডধারী পরিবারকে ২৭০ টাকার বিনিময়ে শুধু ৫ কেজি চাল ও ২ কেজি ডাল দেওয়া হচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে অন্যতম সয়াবিন তেল না পেয়ে নিম্ন আয়ের মানুষরা ক্ষোভ প্রকাশ করছেন।


আংগারপাড়া ইউনিয়নে টিসিবি পণ্য ক্রয় করতে আসা ময়নুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, সরকারি মূল্যে প্রতি মাসে তেল, চাল ও ডাল ক্রয় করতাম। এতে অনেকটা উপকার হতো কিন্তু এবার এসে দেখি সয়াবিন তেল নাই। বাইরেও তো তেলের দাম বেশি, সবকিছুর বাজার বেশি হওয়ায় আমরা একটু বিপাকে।


খামারপাড়া ইউনিয়নে টিসিবি পণ্য ক্রয় করতে আসা নজরুল ইসলাম বলেন, টিসিবি'র মাধ্যমে কম দামে সয়াবিন তেল ক্রয় অর্থ সাশ্রয় হয়। কিন্তু এবার না পেয়ে বাইরে খুচরা-পাইকারি দোকানে ২ লিটার সয়াবিন তেল ক্রয়ে প্রায় দেড়শ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে।


টিসিবি পণ্য সরবরাহকারী মেসার্স আবরার ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী বাইজিত ইসলাম বলেন, টিসিবি ক্যাম্প অফিসে সয়াবিন তেল সংকট থাকায় চলতি মাসে ডিলারদের সয়াবিন তেল দেয়নি। এজন্য টিসিবি কার্ডধারীদের তেল দিতে পারছি না।


নামে প্রকাশে অনিচ্ছুক এক ডিলার বলেন, সয়াবিন তেলের জন্য সকল কার্ডধারী টিসিবি পণ্যের পুরো প্যাকেজ ক্রয় করে। কিন্তু এবার সয়াবিন তেল না থাকায় টিসিবি পণ্যে ক্রয়ে আগ্রহ কম দেখা যাচ্ছে।


খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী বলেন, বর্তমান সময়ে এমনিতেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার বেশি। পণ্য কিনতে এসে সয়াবিন তেল না পাওয়ায় টিসিবি কার্ডধারীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।


সয়াবিন তেল না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, টিসিবি অফিস থেকে এবার ডিলারদের সয়াবিন তেল সরবরাহ না করায় কার্ডধারীরা সয়াবিন তেল পাচ্ছে না। এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।


বিবার্তা/জামান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com