ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৩২
ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীর ডিমলায় তারে কাঁথা শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন ভাই ও বোনের মৃত্যু হয়েছে।


সোমবার (২ ডিসেম্বর) উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা গ্রামে এ ঘটনাটি ঘটে।


তারা একই গ্রামের জয়নাল আবেদিনের মেয়ে জহুরা খাতুন (১০) ও ছেলে হাচিনুর রহমান (৫)।


নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ১১টার সময় বাড়ির আঙ্গিনায় টাঙানো জিআই তারে জহুরা নিজ ব্যবহৃত কাঁথা শুকাতে দিতে গেলে বৈদ্যুতিক তারের সাথে জিআই তারের স্পর্শে জহুরা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে বাঁচাতে ছোটভাই হাচিনুর এগিয়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলে জহুরার মৃত্যু হলেও শিশু হাচিনুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দুপুরে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পরিবারের অভিযোগ না থাকায় মৃত ভাই-বোনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় অপমৃত্যু মামলা নম্বর ৬০,তারিখ-২/১২/২০২৪ইং দায়ের করা হয়েছে।


বিবার্তা/সুজন/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com