পঞ্চগড়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১৮:১৬
পঞ্চগড়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘‘দেশ কল্যাণ, ন্যায়পরায়ণ, দারিদ্র বিমোচন কর্মসংস্থান উদ্ভাবন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিএনএফ দিবস- ২০২৪ পালিত হয়েছে।


২ ডিসেম্বর, সোমবার সকালে দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে একটি র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।


র‌্যালি শেষে পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন- বিএনএফ এর ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড়ের ৯ টি সহযোগী সংস্থা এবং ফোকাল পয়েন্ট পরস্পর এ আয়োজন করে।


পল্লি সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল কাদের। স্বাগত বক্তব্য রাখেন সূচনা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী সফিকুল আলম।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো.সোলেয়মান আলী, চেয়ারম্যান হাড়িভাসা ইউনিয়ন ফেডারেশন, দেশ সংস্থার পরিচালক জহিরুল ইসলাম ও উপকারভোগী হাজেরা আকতার হ্যাপি প্রমুখ।


এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সূচনা’র ধাক্কামারা শাখার ম্যানেজার মানিক ইসলাম, হিসাবরক্ষক কুলসুম বেগম, আরডিআরএস এর প্রতিনিধি, বিএনএফ এর সহযোগী সংস্থাসমূহ এর প্রধানগণ, প্রকল্পের উপকারভোগী সদস্যসহ স্থানীয় ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরস্পর সংস্থার প্রতিনিধি আমিনুন নাহার পিয়া।


বিবার্তা/দোলন/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com