
কুড়িগ্রামের চিলমারীতে সম্প্রতি উপজেলা কৃষি অফিস হতে প্রণোদনার আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরই মধ্যে সেই বিনামূল্যে বিতরণের বীজ দোকানে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, থানাহাট বাজারের রাসায়নিক সার ও কীটনাশকের দোকানগুলোতে ভূট্টার বীজ বিক্রি হতে দেখা গেছে। এসময় বিক্রি হওয়া সেই ভূট্টার বীজের প্যাকেটে গায়ে ‘কৃষি প্রণোদনা কর্মসূচি/২০২৪-২৫ বিক্রয়ের জন্য নহে’ লেখা পাওয়া যায়।
নাম প্রকাশ না শর্তে এক ক্রেতা জানান, রবিবার রাতে থানাহাট বাজারের এক দোকান হতে ভূট্টার বীজ কিনতে গেলে সরকারি বীজ পাওয়া যায়। পরে তিনি দোকান হতে কিনে বাড়িতে নিয়ে আসেন। তিনি বলেন, সরকারি বীজ দোকানে কেনো জানতে চাইলে ব্যবসায়ী উত্তরে বলেন কর্মকর্তাদের থেকে নিয়েছেন।
সরেজমিনে সোমবার (২ ডিসেম্বর) সেই দোকানে গেলে বিষয়টি সত্য নয় বলে দাবি করেন ওই ব্যবসায়ী।
জানা গেছে, চলতি মৌসুমে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৭৪৫ জন কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ শুরু হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, বিভিন্নজনের এনআইডির ফটোকপি জমা নিয়ে যাদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হচ্ছে। এর মধ্যে অনেকেই তার বরাদ্দের সার ও বীজ বাজারের বিভিন্ন কীটনাশকের দোকানগুলোয় কম দামে বিক্রি করছেন। এদিকে মাঠ পর্যায়ে অনেক কৃষকই বরাবরই প্রণোদনার আওতাভুক্ত হতে পারেন না।
অনুসন্ধানে আরও জানা গেছে, থানাহাট বাজারের বেশ কয়েকটি রাসায়নিক সার ও কীটনাশকের দোকানগুলোতে সরকারি প্রণোদনার বীজ ও সার বিক্রি হচ্ছে । তবে সচেতন ব্যক্তির উপস্থিতি বুঝতে পারলে তারা এ বিষয়গুলো এড়িয়ে চলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক আব্দুর রহমান পারভেজ বলেন, থানাহাট বাজারের অধিকাংশ দোকানে দেখা যায় সরকার অনুমোদিত ভুট্টা বীজসহ সরকারি পণ্য যা বিক্রয়ের জন্য নয়। এ বিষয়ে দোকানদারদের কাছে প্রশ্ন করলে, তারা বলেন এসব পণ্য কৃষকরা আমাদের কাছে বিক্রয় করে, তা আমরা ক্রয় করে নেই।
তিনি আরও বলেন, অনেকে অধিক নাম দিয়ে পণ্য তুলে পরবর্তীতে বিক্রয় করে দেয় দোকানিদের কাছে। তাই যাচাই বাছাইপূর্বক কৃষকদের কাছে পণ্য দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে চিলমারী উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস জানান, সরকারি বীজ সার দোকানে কেউ বিক্রি করতে পারবেন না। এর সঙ্গে যদি কেউ জড়িত থাকে তাহলে অবশ্যই খতিয়ে দেখা হবে।
বিবার্তা/রাফি/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]