কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সবজির চারা বিতরণ
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৬
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সবজির চারা বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের কৃষকদের মাঝে বিভিন্ন জাতের ২৪ হাজার সবজির চারা বিতরণ করা হয়েছে।


২ ডিসেম্বর, সোমবার বিকালে জেলা সদরের বৈরাগীর হাট ঈদগাহ মাঠে চারা বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।


এসময় কৃষক সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদীদলের রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কৃষকদলের রংপুর বিভাগের সহ সাংগঠনিক শাহ নেওয়াজ লাবু, কৃষিবিদ ডক্টর আব্দুল মজিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার শাহাদত, জেলা কৃষক দলের আহ্বায়ক মো: রিপন রহমান ও সদস্য সচিব রুকুনুজ্জামান খন্দকার রুকু প্রমুখ।


এসময় চর উন্নয়ন গবেষণা কেন্দ্র ও পল্লি উন্নয়ন একাডেমী বগুড়ার সহযোগিতায় জেলা কৃষকদলের উদ্যোগে চরাঞ্চলের ৬ শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বেগুন ও মরিচ চারা বিতরণ করা হয়।


বিবার্তা/বিপ্লব/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com