
কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে রাতের আধারে ইলেকট্রিক মেশিন দিয়ে মাছ ধরার সময় দুটি ইলেকট্রিক মেশিনসহ ছয়জন মাঝিকে আটক করেছে নৌবন্দর থানা পুলিশ।
রবিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার বড়ভিটার চর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চিলমারী নৌবন্দর থানার পুলিশ পরিদর্শক ইমতিয়াজ কবির জানান, সোমবার (২ ডিসেম্বর) সকালে আটককৃত মাঝিদের চিলমারী মডেল থানায় হস্তান্তর করেছে নৌবন্দর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী এলাকার শ্রী শ্রী মিলন চন্দ্র দাশ (৪১), নয়ন চন্দ্র দাশ (৩২), একই ইউনিয়নের ফকিরেরভিটা এলাকার মিলন মিয়া (৩৫) ওই ইউনিয়নের শিমুলতলি বাধ এলাকার আবু বকর সিদ্দিক (২৪) ফকিরেরভিটা এলাকার সাদ্দাম (৩০) সহ ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটা জেলে পাড়া এলাকার শ্রী চন্দন কুমার বিশ্বাস (৩২)।
পুলিশ জানায়, রবিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে পুলিশ পরিদর্শক ইমতিয়াজ কবিরের নেতৃত্বে নৌবন্দর থানা পুলিশের একটি টিম উপজেলার বড়ভিটার চর এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে কারেন্ট শর্ট মেশিন দিয়ে মাছ ধরার সময় ছয়জন মাঝিকে আটক করে। এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত দুটি কারেন্ট শর্ট মেশিন জব্দ করা হয়।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, আটককৃত ছয়জন মাঝির বিরুদ্ধে মৎস্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা সম্পন্ন হলে আসামিদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।
বিবার্তা/রাফি/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]