
পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। গত পাঁচ দিন যাবৎ ঘন কুয়াশা না থাকলেও, আবারও শুরু হয়েছে কুয়াশার দাপট। রাতের তাপমাত্রার পাশাপাশি কমতে শুরু করেছে দিনের তাপমাত্রাও। কনেকনে ঠান্ডায় ভােগান্তি বেড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, প্রায় সপ্তাহ ধরেই এই অঞ্চলের তাপমাত্রার পারদ ১০-১১ এর মধ্যেই বিরাজ করছ। আজ সােমবার (২ ডিসেম্বর) সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস, যা সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
শীতকাল যত ঘনিয়ে আসবে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা ততই বাড়তে থাকবে। সকাল সকাল ঝলমলে রােদের দেখা মিললেও বিকেলের পর থেকে শুরু হয় ঠান্ডা বাতাস আর কুয়াশা।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রোকনুজ্জামান জানান, আজ সােমবার সকাল ৬ টায় সর্বােনিন্ম তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল রবিবার সকাল ৯ টায় এই সর্বানিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৮১ শতাংশ। গতকাল রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন অর্থাৎ শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস ।
বিবার্তা/বিপ্লব/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]