
দিনাজপুরের হাকিমপুর হিলিতে পূর্ব শত্রুতার জেরে বসত-বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে গেছে তিনটি ঘর। এতে ঘরে থাকা মালামালসহ প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টায় পৌর শহরে হীরামতি সিনেমা হলের পিছনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুরাহার চেষ্টা করবো।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার আবুল কাশেম।
বাড়ির মালিক ফয়েজ আলম কালু বলেন, আমার বিশ্বাস পূর্ব শত্রুতার জেরে রাতে আমার তিনটি ঘরে এক সাথে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আমার সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমার থাকার মতো জায়গা নেই। প্রশাসনের কাছে আমার দাবি যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
হিলি ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার বলেন, শনিবার রাতে হাকিমপুর পৌর শহরের হীরামতি সিনেমা হলের পিছনে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি আরও বলেন, এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত জানা যায়নি তদন্ত সাপেক্ষে বলা যাবে কীভাবে আগুন লেগেছে।
বিবার্তা/রববানী/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]