
দিনাজপুরের হিলি স্থলবন্দরের ফোরলেন রাস্তার কাজের অগ্রগতি ও পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
৩০ নভেম্বর , শনিবার দুপুরে হিলি বন্দরের চারমাথা মোড় থেকে মহিলা কলেজ পর্যন্ত ফোরলেন রাস্তার কাজের অগ্রগতি ও পরিদর্শন করেন।
এসময় বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম এবং বন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, ব্যবসায়িক মুশফিকুর রহমান বন্দরের রাস্তার বেহাল দশা সম্পর্কে অবগত করে ফোরলেন রাস্তার কাজ দ্রুত সমাপ্ত করার বিষয়ে জেলা প্রশাসক রফিকুল ইসলাম এর নিকট দাবি জানান।
এছাড়াও হিলি নাগরিক কমিটির পক্ষ থেকে নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম হিলি চারমাথা থেকে মহিলা কলেজ পর্যন্ত রাস্তার ভূমি অধিগ্রহণের সমস্যা সমাধান, রাস্তার কাজ দ্রুত শেষ করাসহ ৬ দফা দাবিসহ জেলা প্রশাসকের হাতে স্মারক লিপি তুলে দেন।
হিলি নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক সাংবাদিক জাহিদুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর এখন থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আহরণ করে কিন্তু রাস্তার বেহাল দশার কারণে আমরা দীর্ঘ দিন থেকে খুবই কষ্টে আছি। আমরা সরকারের বিভিন্ন মহলে অভিযোগ ও তদবীর করেছি। কিন্তু তাতে কাজ হয়নি।
তিনি বলেন, হিলি চারমাথা মোড় থেকে মহিলা কলেজ পর্যন্ত ফোরলেন রাস্তাটি খুবই জরুরি ভিত্তিতে কাজ সমাপ্ত করার দরকার। রাস্তাটির কাজ শুরু হলে আবারও থেমে যায়। সরকারের দ্বায়িত্বশীলদের বললে তারা বলেন ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে এই সমস্যা! এছাড়াও এ এলাকায় ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই। যার কারণে এখানে ভালো একটি টেকনিক্যাল কলেজ স্থাপন সহ ৬ দফা দাবির স্বারক লিপি নাগরিক কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক রফিকুল ইসলাম এর হাতে তুলে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দরের রাস্তাটি আমি দেখলাম। যতদ্রুত সম্ভব রাস্তার অধিগ্রহণ সমস্যাসহ ফোরলেন রাস্তার কাজ শেষ করার আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এ আজিজ, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, হাকিমপুর উপজেলা জামাতের আমীর মোঃ আমিনুল ইসলাম হাকিমপুর থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, হিলি নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক ও হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, নাগরিক কমিটির সদস্য এনামুল হক সহ আরও অনেকে।
বিবার্তা/রব্বানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]