
ফেনীর ছাগলনাইয়ায় বিশেষ অভিযানে অবৈধ চারটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে চালকের বিরুদ্ধে মামলা দেওয়ার সময় কনস্টেবল ফখরুল ইসলাম নামের এক পুলিশ সদস্যের উপর হামলা করে অটোরিকশার চালকরা।
শনিবার (৩০ নভেম্বর) সকালে ছাগলনাইয়া থানা রোডে এই হামলার ঘটনা ঘটে।
অভিযানে চারটি লাইসেন্সবিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে বিধি অনুযায়ী চালকদের বিরুদ্ধে মামলা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সকাল ১০টার দিকে ট্রাফিক সদস্য ফখরুলের ওপর হামলা করে ওই চালকেরা।
এসময় অভিযানটি পরিচালনা করেন টিএসআই শহীদুল ইসলাম, সার্জেন্ট মনিরুল আলম ও ট্রাফিক পুলিশের কনস্টেবল ফখরুল ইসলাম।
এব্যাপারে টিএসআই শহীদুল ইসলাম বলেন, অবৈধ গাড়িগুলো জব্দ করে মামলা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে চালক রুবেলের নেতৃত্বে ৪/৫ চালক ট্রাফিক সদস্য ফখরুলের ওপর হামলা চালিয়েছে। তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।
ছাগলনাইয়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ট্রাফিক সদস্যের ওপর হামলার ঘটনায় সার্জেন্ট মনিরুল আলম বাদী হয়ে হামলাকারী রুবেলসহ অজ্ঞাত আরও চারজনের নামে অভিযোগ দিয়েছেন। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]