বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে চিলমারীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে আলেম-ওলামা ও ছাত্র- জনতাসহ বিভিন্ন মসজিদের মুসুল্লিরা। এসময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিসহ ইসকন নিষিদ্ধের দাবি করেন তারা।
২৯ নভেম্বর, শুক্রবার আছর নামাজ পরে থানাহাট বাজার জামে মসজিদের সামনে থেকে বের হয়ে মিছিলটি উপজেলা পরিষদ এলাকায় আসলে সমাবেশ হয়।
এসময় বক্তব্য রাখেন মুফতী আব্দুল ওয়াজেদ, মাও. আব্দুস সালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর প্রতিনিধি সাফিন সাজ্জাদ, আব্দুর রহমান পারভেজ, সাব্বির আহম্মেদ প্রমুখ।
বক্তারা বলেন, মেইড ইন ইন্ডিয়া লেখা কোনো পুতুল আর বাংলাদেশে নাচবে না নাচাতে দেয়া হবে না। এই খুনি হাসিনাই ছিল ভারতের নাচানো শেষ পুতুল। জুলাই বিপ্লবে ছাত্রজনতা খুনি ফ্যাসিস্ট হাসিনা কে পালাতে বাধ্য করেছে। যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে দেশ। তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। প্রয়োজন রক্ত আরও দেয়া হবে, তারপর হাসিনার দোসরদের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না এ দেশে।
তারা আরও বলেন, সন্ত্রাসী সংগঠন ইসকন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে চিন্ময় প্রভু নামে কুলাঙ্গার কে ফাঁসিতে ঝোলাতে হবে পাশাপাশি তাদের সহযোগীদের ফাঁসি কার্যকর করতে হবে খুনি শেখ হাসিনাকে দেশে ফিরে এনে সম্মুখে ফাসিতে ঝুলাতে হবে।
বিবার্তা/রাফি/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]