
পঞ্চগড়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান।
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, পঞ্চগড় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা, মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন।
মাদক নির্মূলে সকলকে একযোগে কাজ করতে ও এগিয়ে আসতে আহ্বান জানান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান।
বিবার্তা/বিপ্লব/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]