
ইসকনের সংগঠক,বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র, চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাত প্রায় ১০ টার সময় সদরের বিজয় চত্বর সংলগ্ন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়ে শহরের প্রধান-প্রধান মোড় প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে ফিরে শেষ হয়। পরে সেখানে বক্তব্য দেন, মাধব শর্মা,সাধব চন্দ্র রায়,মুকুল সিংহ রায় ও অমৃত কুমার রায় প্রমুখ।
এসময় বক্তারা গ্রেফতারের নিন্দা জানিয়ে দ্রুত অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বিবার্তা/সুজন/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]