রাসিকের
ভ্রাম্যমাণ আদালতের ৩ মামলায় ৯ হাজার টাকা অর্থদণ্ড
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ১৯:৩৪
ভ্রাম্যমাণ আদালতের ৩ মামলায় ৯ হাজার টাকা অর্থদণ্ড
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিকশা বন্ধসহ বিভিন্ন বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে।


রবিবার (২৪ নভেম্বর) নগরীর নগর ভবন হতে স্বপ্নচুড়া মার্কেটের মোড় পর্যন্ত এলাকায় রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।


এসময় ব্যাটারি চালিত চার্জার রিকশা লাইসেন্স নবায়ন ও বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২ (৩) ধারা ও মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ২৪ (১) ধারায় ৩টি মামলা দায়ের করে ৩ জনের নিকট হতে ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।


অপরদিকে রানীনগর এবং তালাইমারী বৌ বাজারে মরা গরুর মাংস বিক্রির দায়ে একজন ব্যক্তিকে আটক করে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৫ দিন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও সিএন্ডবি মোড় থেকে শিশু একাডেমির মোড় পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং আটককৃত মালামাল নগরভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়।


অভিযানকালে সিনিয়র সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান, রাসিকের ভ্যাটেরনারি সার্জন ডা. ফরহাদ উদ্দিন, সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/মোস্তাফিজুর/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com