পঞ্চগড়ে মাদকের ক্রয়-বিক্রয় ও বাল্যবিবাহ রোধে সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ২০:৫১
পঞ্চগড়ে মাদকের ক্রয়-বিক্রয় ও বাল্যবিবাহ রোধে সমাবেশ অনুষ্ঠিত
মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় বন্ধে সোচ্চার রাজনগর এলাকাবাসী
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজনগর এলাকায় মাদক ক্রয়-বিক্রয় বন্ধে সোচ্চার এলাকাবাসী। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে রাজনগর এলাকার বকুলতলা-শাহী মসজিদ রোডে মাদক দ্রব্যের অপব্যবহার ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় এবং বাল্যবিবাহ রোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


জেলা প্রশাসন ও রাজনগর এলাকাবাসী এই সমাবেশের আয়োজন করেন। বিকেল হতে না হতেই সমাবেশস্থলে শতশত নারী-পুরুষ, শিশু, যুবক, শিক্ষাথীসহ বয়োজ্যেষ্ঠরা প্রতিবাদ জানাতে সমাবেশস্থলে ছুটে আসেন।


সমাবেশে রাজনগর মাদক বিরোধী নাগরিক কমিটির সভাপতি আলহাজ মনসুর আলীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব তৌহিদুল ইসলাম , রাজনগর এলাকার কৃতি সন্তান দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব এম. দেলওয়ার হোসেন প্রধান বক্তব্য রাখেন।


এলাকাবাসী জানান, বর্তমানে পৌরসভার ৬ নং ওয়ার্ড মাদকের কারখানা হয়ে দাঁড়িয়েছে। কুড়ি বছর ধরে এই কলোনিটি উচ্ছেদের চেষ্টা করা হলেও কোনো অদৃশ্য কারণে তা বন্ধ রয়েছে। বর্তমানে গাঁজা বিক্রিতে ওই কলোনির বিক্রেতারা বেপরোয়া হয়ে উঠেছে। দিনে দুপুরে প্রশাসনের অগোচরে কলোনির পুরুষ-মহিলারা অবাধে গাঁজা বিক্রি করছে। এছাড়া রাজনগর এলাকার বিভিন্ন পয়েন্টে ফেন্সিডিল, ইয়াবা, চেতনানাশক ইনজেকশন বিক্রির কারণে পুরো রাজনগর এলাকা মাদকের অভয়াশ্রম হিসেবে পরিণত হয়েছে।


এলাকাবাসী আরও জানান, মাদক কারবারিদের দৌরাত্ম্য প্রশাসন কেন বন্ধ করছেন না এটা আমাদের বোধগম্য না। ইতোপূর্বে এলাকাবাসীর সহযোগিতায় বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে প্রশাসনের হাতে তুলে দিলেও সপ্তাহ যেতে না যেতেই আইনের ফাঁকফোকরে বেড়িয়ে এসে আবার তারা মাদক বিক্রয়ের সাথে জড়িয়ে যাচ্ছে। এতে করে মাদকের ভয়াল ছোবলে ধ্বংস হয়ে যাচ্ছে যুবসমাজ।


এলাকাবাসী অনতিবিলম্বে সুইপার কলোনি অন্যত্র সড়িয়ে দিয়ে মাদকের ভয়াল ছোবল থেকে রাজনগর এলাকাসহ পঞ্চগড়বাসীকে রক্ষার দাবি জানান।


এ সময় ইউএনও’র কাছে মাদক ব্যবসায়ীদের একটি তালিকাও তুলে দেন সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম। পরে ইউএনও এবং ওসি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সেই সাথে রাতের বেলায় পাহারা বসানোর কথা দেন।


তিনটি গ্রামের নারী পুরুষ শিশু সহ আলেম ওলামা মসজিদের ইমাম মন্দির কমিটির নেতৃবৃন্দ সহ সহস্রাধিক জনতা সমাবেশে অংশ নেন ।


বিবার্তা/গোফরান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com