রংপুরে ৮ দফার দাবিতে মহাসমাবেশ, যেতে বাধা দেওয়ার অভিযোগ
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ২০:৩৫
রংপুরে ৮ দফার দাবিতে মহাসমাবেশ, যেতে বাধা দেওয়ার অভিযোগ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন,সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ‘হিন্দু ফাউন্ডেশন’-এ উন্নীত করাসহ ৮ দফা দাবিতে শুক্রবার (২২ নভেম্বর) রংপুরের মাহিগঞ্জ কলেজে বিভাগীয় সমাবেশ এর আয়োজন করেছে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ।


রংপুরের বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাওয়া কুড়িগ্রাম থেকে একাধিক পয়েন্টে রির্জাভ করা বাসগুলো পুলিশ আটকে দিয়েছে বলে জানায় হিন্দু নেতৃবৃন্দরা।


সরেজমিনে দেখা যায়, জেলার ত্রিমোহনী, ধরলা সেতু, ফুলবাড়ী সেতু, বড়বাড়ী বাজারসহ একাধিক জায়গা থেকে রংপুরগামী মেইল যাত্রীবাহী বাসগুলো যেতে দেয়া হলেও, রির্জাভ করা বাসগুলো যেতে দেয়া হচ্ছে না। বাসগুলোকে ঘুরিয়ে দেয়া হয়। এসময় জেলা শহরের ত্রিমোহনী বাজারে হিন্দু নেতৃবৃন্দরা বাস থেকে নেমে সড়ক অবরোধ করে, পরে সেনাবাহিনী, ডিবি ও পুলিশের একাধিক সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ৫ টি বাস ছেড়ে দেয়। এর ঘণ্টাখানেক পরে আরো ৩টি বাস এলে সেগুলো ফেরত পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরের একাধিক পয়েন্টে পুলিশ, সেনাবাহিনী ও ডিবির একাধিক সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।


উলিপুরের যতিনেরহাট গ্রামের বাসিন্দা শ্রী সুকুমার চন্দ্র বলেন, বেলা ১টার দিকে আমাদের ৩টি বাস আটকে ফেরত পাঠানো হয়েছে। আমরা রংপুরের সমাবেশে যোগ দিতে পারছি না। আমাদের জোর করে বাস থেকে নামানো হচ্ছে।


শহরের শিক্ষার্থী শিমুল দাস বলেন, আমাদের সনাতন জাগরণ মঞ্চের ৫টি বাস পুলিশ আটকে দেয়। ১ ঘণ্টা পর আমরা বিক্ষোভ করলে পরে যেতে দেয়, আমাদের এভাবে হয়রানি কেন করছে।


এদিকে বেলা সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাউনিয়া পয়েন্টে একটি বাসে দুবৃত্তরা হামলা চালালে ৩০ জন গুরুতর আহত হন। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে চিকিৎসাধীন রয়েছেন।


হাসপাতালে চিকিৎসারত শিপুল কর্মকার বলেন, আমরা কুড়িগ্রামের রাজারহাট থেকে বাস রির্জাভ নিয়ে রংপুরে যাচ্ছিলাম। এসময় কাউনিয়া বাজারে আমাদের বাস আটকে একদল যুবক অতর্কিত হামলা করে।


সনাতন জাগরণ মঞ্চের কুড়িগ্রাম জেলার প্রধান সমন্বয়ক রাজিব সরকার অপু বলেন, আমার সোনার বাংলায় আমার নিরাপদে বসবাস থাকার অধিকারের আন্দোলনে রংপুরে আজ মহাসমাবেশ। সেখানে আমাদের নেতৃবৃন্দের উপর হামলা ও বাস যেতে না দেয়া দুঃখজনক ঘটনা। আমরা কাকে বিচার দেবো?


কুড়িগ্রাম সদর থানার ওসি নাজমুল আলম বাস আটকানোর বিষয়টি অস্বীকার করে বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে আমরা শহরের একাধিক পয়েন্টে সব ধরনের যানবাহন চেকিং করছি। যেহুতো রংপুরে একটি মহাসমাবেশ হচ্ছে কেউ অপ্রীতিকর কোন ঘটনা ঘটাতে না পারে এ জন্য বাস, ট্রাকসহ সব যানবাহন চেকিং করা হচ্ছে।


বিবার্তা/বিপ্লব/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com