
নাটোরের গুরুদাসপুরে অবৈধভাবে কীটনাশক দোকানে সার মজুদ রাখায় ৩ কীটনাশক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে গুরুদাসপুর উপজেলার পৌর সদরের চাঁচকৈর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ, অতিরিক্ত কৃষি অফিসার মো. মমিনুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সালমা আক্তার বলেন, অভিযুক্ত রহমান বীজ ভাণ্ডার, মেসার্স মন্ডল এন্টারপ্রাইজ ও শুভ এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে কীটনাশকের লাইসেন্সে চাঁচকৈর বাজারে সার বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সেখানে অভিযান চালানো হয় এবং তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
গুরুদাসপুর কৃষি কর্মকর্তা হারুনর রশীদ বলেন, রবিশস্য মওসুম শুরু হতে যাচ্ছে। এই এসময় কৃষক পর্যায়ে সারের ব্যাপক চাহিদা রয়েছে। কেউ যাতে অবৈধ ভাবে সার বিক্রি করে কৃষকের কাছে উচ্চ মূল্য নিতে না পারেন, সে জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/পারভেজ/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]