
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর মন্ডলকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কালুখালী উপজেলার রেলগেট মাদ্রাসা এলাকা থেকে অজ্ঞাতনামা কয়েকজন সাগরকে আটক করে কালুখালী থানা পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করলে ছাত্র দলের হামলার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামের ফজলু মণ্ডলের ছেলে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দীন সাগর মণ্ডলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সাগর মন্ডল এজাহার নামীয় আসামি নয়। ২০২৩ সালের ১৯ জুন ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগে তাকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, ২০২১ সালের ৯ এপ্রিল তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাকারিয়া মাসুদ রাজিব ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শেখ মো. রিপনকে সভাপতি ও সাগর মন্ডলকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৯ জুন ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগে সাবেক রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিমের নামোল্লেখসহ ৫২ নেতাকর্মীর নামে চলতি ৩১ আগস্ট বালিয়াকান্দি থানায় মামলা দায়ের হয়। মামলায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বিবার্তা/মিঠুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]