দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১৯:৪৩
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের কলেজ বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় নূরুল ইসলাম (৬৪) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।


১৬ নভেম্বর, শনিবার রাতে বিরামপুর সরকারি কলেজ মাঠে ইসলামী যুব সংঘের আয়োজনে আহলে হাদীছ আমীর আসাদুল্লাহ আল গালিব এর সভায় যোগ দিতে গিয়ে কলেজ বাজার মহাসড়কে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত এক পিকআপ তাকে ধাক্কা দেয়।


পরে স্থানীয়রা গুরুতর আহত নূরুল ইসলামকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির নির্দেশনা দেন। পরে তার স্বজনরা উন্নত চিকিৎসার জন্য নূরুল ইসলামকে অ্যাম্বুলেন্সে করে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করায়। রবিবার (১৭ নভেম্বর) তার মৃত্যু হয়। ওইদিন বাদ আসর নিহতের নিজ বাস ভবন সোনাপুর গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


রবিবার (১৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক।


তিনি বলেন, নিহত নূরুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের মৃত আহসান আলীর ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।


তিনি আরও বলেন, কলেজ বাজার এলাকায় পিকআপের ধাক্কায় একজনের আহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করেন। পরে আহত ব্যক্তি মারা যায়। এ ঘটনায় সড়ক আইনে থানায় একটি মামলা হয়েছে। পিকআপসহ আসামিকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/রববানী/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com