আমদানি অব্যাহত থাকলেও কমছে না চালের দাম
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১৯:০৭
আমদানি অব্যাহত থাকলেও কমছে না চালের দাম
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সরকারি সিদ্ধান্ত মোতাবেক ভারত থেকে শুল্ক মুক্ত ভাবে চাল আমদানি অব্যাহত থাকলেও খুচরা বাজারে কমছে না চালের দাম।


১৭ নভেম্বর, রবিবার হিলি স্থলবন্দরের খুচরা বাজার ঘুরে দেখা গেছে, গত দুই সপ্তাহ থেকে কেজি প্রতি দেশি চাল ২ থেকে ৩ টাকা বেড়ে আটাশ জাতের চাল ৫৮ টাকায়, সম্পা কাটারী ৬৮ টাকায়, স্বর্না জাতের চাল ৪৮ টাকায় এবং জিরাশাইল জাতের চাল ৬৬ টাকা দরে বিক্রি হচ্ছে।


অন্যদিকে ভারত থেকে আমদানিকৃত রত্না আতব ৫৩ থেকে ৫৪ টাকা কেজিতে এবং সম্পাকাটারী ৭১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


ভারতের অভ্যন্তরে দাম বৃদ্ধির কারনে বন্দরের পাইকারী মোকামে বেশি দামে বিক্রি হচ্ছে চাল বলছেন ব্যবসায়ীরা। দাম না কমাতে অনেকটাই বিপাকে পড়েছেন এ এলাকার নিম্ন আয়ের মানুষগুলো।


হিলি বাজারে চাল কিনতে আসা সিএনজি চালক কোরবান আলী বলেন, গত দুই সপ্তাহ থেকে চালের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা নিম্ন আয়ের মানুষ যা কামাই করি তা চাল আর বাজার খরচে চলে যায়। তাহলে আমরা কি ভাবে চলবো। আবার শুনতেছি বন্দর দিয়ে চাল প্রতিদিনই আমদানি হচ্ছে। তারপরও কেন যানি চালের দাম কমেছে না।


হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত থেকে ৪১০ থেকে ৪৭০ মার্কিন ডলারে প্রতি মেট্রিকটন চাল আমদানি করা হচ্ছে। সেই সাথে ভারতেই চালের দাম বেশি। আমরা বন্দরের ব্যবসায়ীরা চাল আমদানি করে তেমন লাভবান হতে পারছি না। তবে আশা রাখছি দ্রুত খুচরা বাজারে চালের দাম কমে যাবে।


হিলি কাস্টমসের তথ্য মতে, গত শনিবার ভারতীয় ৩৭ ট্রাকে ১ হাজার ২৬০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত হিলি স্থলবন্দরের জিরো পয়েন্টের টালি খাতার হিসেব মতে ১৭ টি ভারতীয় চালবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে।


হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কার্যালয়ের তথ্য মতে, বাণিজ্য মন্ত্রনালয় থেকে সারাদেশে ১০২ জন আমদানি কারককে ৫ লক্ষ ৮৭ হাজার মেট্রিক টন চাল আমদানির বরাদ্দ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ৬০ হাজার মেট্রিকটন চাল আমদানির আইপি বা অনুমতি পেয়েছেন ব্যবসায়ীরা।


বিবার্তা/রব্বানী/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com