কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা সর্বনিম্ন ১৭ ডিগ্রি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১১:২২
কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা সর্বনিম্ন ১৭ ডিগ্রি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে কুয়াশা ও ঠান্ডার তীব্রতা বেড়েছে। মধ্যরাত থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত কুয়াশায় ঢেঁকে থাকছে বিস্তীর্ণ জনপদ। ভোরের দিকে বৃষ্টির মতো ঝড়তে থাকে কুয়াশা।


রোববার (১৭ নভেম্বর) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


দেখা গেছে, ঘন কুয়াশা থাকায় যানবাহনগুলো দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে। কুয়াশার সঙ্গে ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বৃদ্ধিতে সময় মতো কাজে যেতে পারছে না অনেকে।


কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুর এলাকার ছবরুল মিয়া বলেন, কয়েকদিন থেকে প্রচুর কুয়াশা পড়ছে। সঙ্গে অনেক ঠান্ডা অনুভূত হচ্ছে।


ওই এলাকার দিনমজুর নামদেল আলী বলেন, গতকালের চেয়ে আজ একটু কুয়াশা কম। তারপরেও সকালে কুয়াশার কারণে রাস্তা দেখা যায় না। আমরা যারা দিন আনি দিন খাই, আমাদের খুব সমস্যা হয়েছে।


কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত এক সপ্তাহ থেকে এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। তবে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে ঠান্ডার তীব্রতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com