
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বন্ধ কলকারখানাগুলো চালু করতে চাই। ক্রমান্বয়ে সমস্ত বন্ধ কল কারখানা চালু করা হবে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে প্রায় চার বছর ধরে বন্ধ থাকা পঞ্চগড় চিনিকল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে বাংলাদেশ রক্তাক্ত হয়েছিল। ১৫ বছরে ফ্যাসীবাদী শাসনে অসংখ্য শহীদ, গুম হওয়া পরিবার আর নির্যাতিত মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আছি আমরা। এই রক্তের ঋণ তো শোধ করা লাগবে। এই শ্রমিক, কৃষক, শ্রমজীবি মানুষ, ছাত্র রাজনীতির মধ্যে যারা অত্যাচারিত হয়েছে তাদের কাজের ব্যবস্থা করতে হবে। এই লক্ষ্য নিয়েই অন্তবর্তীকালীন সরকার চেষ্টা করছে। সেই চেষ্টার অংশ হিসেবে বন্ধ কলকারখানাগুলো চালু করা হবে। যাতে নতুন নতুন উদ্যোগ শুরু হয় সে চেষ্টা করছি। সে লক্ষ্যেই আমরা কাজ করছি ।
আখচাষীদের উদ্দেশ্যে তিনি বলেন, কালকেই চালু হবে পরশু চালু হবে এমন বক্তব্য আমরা দিতে পারি না কিন্তু আমরা যেটা পারি সেটা হলো এই উদ্যোগগুলোকে এগিয়ে নেয়া। এতদিন বন্ধ ছিল। এই চার বছর ধরে কোন কাজই হয়নি এবং অসংখ্য মানুষ এই পেশা থেকে সরে যেতে বাধ্য হয়েছে। তাদের আবার ফিরে আনা, তাদেরকে উন্নত মানের বীজ দেয়া, তারা যাতে আখের মজুরীটা ঠিকভাবে পান এবং যৌক্তিক উপায়ে পান সেটার ব্যবস্থা করা।
তিনি বলেন, যারা অনেকদিন ধরে চাকুরী করেছেন পেনশন পাচ্ছেন না, গ্রাচ্যুয়েটি পাচ্ছেন না তাদেন কাছে তা পৌঁছায়ে দেয়া এই কাজগুলি করা হচ্ছে । এটার জন্য একটু সময় লাগছে। যত দ্রুত সম্ভব আমরা করার চেষ্টা করছি। তবে আমরা কাজ শুরু করছি আর সে কারণেই এই সুগার মিলগুলো পরিদর্শন করা ।
এসময় তিনি আখচাষীদের সহযোগিতা কামনা করেন। দুর্নীতিকে পরিহার করে যাতে মানুষ একটা অনাড়ম্বর পরিবেশে আবার তার পেশায় ফিরে যেতে পারে সে চেষ্টাই করা হচ্ছে বলে জানান তিনি ।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সম্বন্বয়ক ও ”জুলাই স্মৃতি ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক সারজিস আলম, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব আনোয়ার কবীর, জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতে ইসলামী আমির ইকবালহোসাইনসহ চিনি কলের কর্মকর্তা , শ্রমিক-কর্মচারি ও আখচাষীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লোকসানের বোঝা মাথায় নিয়ে ২০২০-২১ মাড়াই মৌসুমে বন্ধ হয়ে যায় চিনিকলটি। এতে করে বেকার হয়ে পড়েন চিনিকলের সাথে জড়িত কয়েক হাজার শ্রমিক।
বিবার্তা/বিপ্লব/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]