খানসামায়
ট্রাক চলাচল নিয়ে দুই পক্ষের বিরোধে সড়ক অবরোধ
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ১৬:৪৮
ট্রাক চলাচল নিয়ে দুই পক্ষের বিরোধে সড়ক অবরোধ
খানসামা, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামা উপজেলায় জিয়া সেতুতে ডাম্প ট্রাক চলাচল নিয়ে দুই পক্ষের বিরোধে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।


১৬ নভেম্বর, শনিবার দুপুর আড়াইটার দিকে সরেজমিনে খানসামা জিয়া সেতুর পূর্ব পাড়ের জিরো পয়েন্টে দেখা যায়, খানসামা থেকে বীরগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কে বাঁশ দিয়ে সড়ক অবরোধ করেছে বীরগঞ্জের কাশিপুর বালুঘাটের সাথে সম্পৃক্ত বালু ব্যবসায়ী ও শ্রমিকরা। এতে ১ ঘণ্টা থেকে প্রায় ১ কিলোমিটার রাস্তায় যানজট সৃষ্টি হয়। এতে যাত্রী ও পণ্য পরিবহন করা ব্যাটারিচালিত ভ্যান, ইজিবাইক, পাগলু ও ট্রাক দীর্ঘসময় অপেক্ষায় থেকে ক্ষোভ প্রকাশ করে। সেই সাথে রোগীবাহী বাহনগুলো এসময় চরম ভোগান্তিতে পড়ে। তবে সমস্যা সমাধানে প্রশাসনের আশ্বাসে প্রায় ঘণ্টাখানেক পর চলাচল স্বাভাবিক হয়।


জামাল উদ্দিন নামে এক বৃদ্ধ ক্ষোভ প্রকাশ করে বলেন, রোগী নিয়ে দিনাজপুর যাব অপারেশন হবে কিন্তু এখানে এসে থেকে রাস্তা বন্ধ। এটা কোন কথা কিছু হলেই রাস্তা অবরোধ তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ দেখবে কে?


বীরগঞ্জের ১০ নং মোহনপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফেরদৌস ইসলাম বলেন, নিয়মবহির্ভূত ভাবে জিয়া সেতু দিয়ে আমাদের কাশিপুর ঘাটের বালুবাহী ডাম্প ট্রাক চলাচলে বাধা দিচ্ছে একটি পক্ষ। সরকারি নিয়ম মেনে ইজারা নেওয়া ঘাট থেকে যদি আমরা বালু বহন করতে না পারি তাহলে তো আমাদের লোকসান হবে। প্রশাসনের মাধ্যমে আমরা সুষ্ঠু সমাধান চাই।


উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ২০০৪ সালে বিএনপি সরকারের আমলে নির্মিত জিয়া সেতু উদ্বোধন করেন। এরপরে অনেক বছর পেরিয়ে গেলেও হাসিনা সরকার এটি সংস্কার করেনি। বরং বালুখোরেরা অবৈধভাবে নিয়মের তোয়াক্কা না করেই অবৈধ ১০ চাকার ড্রাম ট্রাক এই সেতুতে পারাপার করান। এই বালু সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করতেছি।


জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, বিষয়টি অবগত হয়েছি। দ্রুত সময়ে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


উল্লেখ্য, শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় খানসামা জিয়া সেতু পশ্চিম পাড়ে ১০ চাকার ড্রাম ট্রাক ড্রাইভারদের নিরুৎসাহিত করে ব্যানার টাঙিয়ে দেয় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। তাদের দাবি ঝুঁকিপূর্ণ এই সেতুতে যেন এসব যান চলাচল না করে। এইজন্য তারা ড্রাম চলাচলে নিষেধ করে। এরপরই থেকেই উত্তেজনার সৃষ্টি হয়।


বিবার্তা/জামান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com