হিলি বাজার পরিদর্শনে নবাগত জেলা প্রশাসক রফিকুল ইসলাম
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১৭:৪৬
হিলি বাজার পরিদর্শনে নবাগত জেলা প্রশাসক রফিকুল ইসলাম
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের বাংলাহিলি বাজার পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক রফিকুল ইসলাম। পরে হিলি স্থলবন্দর ও বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন তিনি।


১২ নভেম্বর, মঙ্গলবার সকাল ১১টায় জেলার নবাগত জেলা প্রশাসক রফিকুল জেলার সীমান্তবর্তী বাংলাহিলি বাজার পরিদর্শনে আসেন।


এসময় তিনি পেঁয়াজ, আলু, ডিম, চালসহ বিভিন্ন মসলা পণ্যের বাজার এবং কাঁচা বাজার পরিদর্শন করেন।


পরিদর্শনকালে তিনি প্রতিটি দোকানে মূল্য তালিকা ঝোলানো, পণ্যের ক্রয় বিক্রয়ের পাকা রশিদ রাখা, অতিরিক্ত মুনাফা না করাসহ বিভিন্ন বিষয়ে দোকানীদের সাথে কথা বলেন।


এসময় দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সুজন মিঞা, বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, বন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম, বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান, বন্দরের ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. হজরত আলী সরদার, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


পরে উপজেলা পরিষদের সভাকক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দ, বন্দরের আমদানি রফতানিকারক, সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন, বাজারের ব্যবসায়ীদের সাথে তিনি আলোচনা ও মতবিনিময় করেন।


মতবিনিময় সভায় হিলি বন্দরের আমদানি রফতানি কার্যক্রম গতিশীল রাখতে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।


বিবার্তা/রববানী/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com