
কুড়িগ্রামের চিলমারীতে তেল পরিমাপে কম দেয়া, মূল্য তালিকা না টাঙিয়ে পণ্য বিক্রি ও নকল পণ্য সামগ্রী দোকানে রাখায় তিন প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করেছে ট্রাসফোর্স কমিটি।
১১ নভেম্বর, সোমবার দুপুরে ট্রাসফোর্স কমিটি উপজেলার তিন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব জরিমানা করে।
এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কুড়িগ্রামের সহকারী পরিচালক (অ:দ) এ. এস. এম মাসুম-উদ দৌলা।
তিনি জানান, ট্রাসফোর্স কমিটির বিশেষ অভিযানে পরিমাপে তেল কম দেয়ায় মেসার্স সাগর ফিলিং স্টেশনকে ৪০ হাজার করা হয়। পরে থানাহাট বাজারে অভিযানে রাফি ট্রেডার্সকে চালের মুল্য তালিকা টাঙিয়ে না দেয়ায় ৭ হাজার ও সাইফুল সুতাঘরকে নকল পণ্য সামগ্রী রাখায় ৪ হাজার সহ মোট ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে কুড়িগ্রাম খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি কাদের বকসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আলমগীর হোসেন, চিলমারী’র সাব্বির রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
বিবার্তা/রাফি/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]