
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়ালের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
‘সমগ্র দেশের পরিকল্পনা করি, বৈষম্যহীন সুষম বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে দিবসটি পালনা করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো.
রাশেদুল হক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চেয়ারম্যান মো. কামরুল হাসান এবং বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থী।
এসময় উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বলেন, বড় শহরগুলোকে আমাদের সঠিক পরিকল্পনামাফিক সাজাতে হবে। নাগরিক সুবিধা বৃদ্ধি করতে হবে। প্রতিটি শহরকে বসবাসের যোগ্য করে গড়ে তুলে সৌন্দর্যকে ধরে রাখতে হবে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]