
জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার বিকেলে তাদের মোহনপুর বিদ্রীকা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
৮ নভেম্বর, শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহীর পুলিশ সুপার আনিসুজ্জামান দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম এর তত্ত্বাবধানে, ওসি ডিবি মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই মাহাবুব আলম গত বৃহস্পতিবার বিকেলে মোহনপুর বিদ্রীকা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তয় মোহনপুর থানাধীন বিদ্রীকা গ্রামে অভিযান পরিচালনা করে।
এসময় মো. মিঠুন আহম্মেদ মিঠু (৩১) ও সাব্বির (২৫) কে ১০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। মিঠুন বিদ্রীকা গ্রামের মৃত ময়েজ আলীর ছেলে ও সাব্বির ভাতুরিয়া গ্রামের ফুয়াদ আলীর ছেলে। আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১০(ক)/৪১ মামলা হয়।
বিবার্তা/রানা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]