কারাগারে ধর্ষণ মামলার আসামি ২ চীনা নাগরিক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১১:২০
কারাগারে ধর্ষণ মামলার আসামি ২ চীনা নাগরিক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ধর্ষণ মামলার আসামি দুই চীনা নাগরিককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বাংলাদেশ থেকে পালিয়ে চীনে যাওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়। এরপর আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।


৬ নভেম্বর, বুধবার বিকেলে গাজীপুরের মেট্রোপলিটন আদালত এই আদেশ দেন।


গ্রেফতারকৃতরা হলেন চীনের ওয়াং চাও ইয়াং (২৮) এবং ইয়াং জিং (৪২)।


এর আগে, মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ থেকে পালিয়ে চীনে যাওয়ার সময় তাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। এরপর রাতেই তাদের কাশিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


মামলা সূত্রে জানা গেছে, গাজীপুরের কাশিমপুর থানার মোজার মিল এলাকার সাদিকুলের বাড়িতে ভাড়া থেকে ব্যবসা করতেন চীনের তিন নাগরিক ওয়াং চাও ইয়াং (২৮), ওয়াং জাওফিং (৪৫) ও ইয়াং জিং (৪২)। চুল দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরির কারখানা রয়েছে তাদের।


ওই বাড়ির পাশের ফ্ল্যাটে ভাড়া থাকেন ঢাকার আশুলিয়া থানার কুরগাঁও এলাকার ৪০ বছর বয়সের এক নারী। স্বামীর সঙ্গে ডিভোর্সের পর গত জুলাই মাসে ওই নারী চীনের নাগরিক ওয়াং চাও ইয়াংকে বিয়ে করেন। বিয়ের মাসখানেক পর স্বামীর সহায়তায় অপর দুইজন তাকে ধর্ষণ করেন।


এ ঘটনায় স্বামীসহ বিদেশি ওই তিন ব্যবসায়ীর বিরুদ্ধে ২৭ আগস্ট থানায় মামলা করেন ওই নারী। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তারা।


এ বিষয়ে জিএমপির কোর্ট ইন্সপেক্টর জাহিদুল ইসলাম বলেন, বুধবার (৬ নভেম্বর) বিকেলে গাজীপুরের মেট্রোপলিটন আদালতে গ্রেফতারে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।


কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার দুই চীনা নাগরিককে থানায় সোপর্দ করে। বুধবার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com