লাভজনক বাদাম চাষে স্বপ্ন বুনছেন কৃষক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ১২:৪৫
লাভজনক বাদাম চাষে স্বপ্ন বুনছেন কৃষক
বোদা (পঞ্চগড়) জেলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের বোদা উপজেলার কৃষকরা এবার বাদাম চাষের দিকে ঝুঁকে পড়েছে। উপজেলা ঘুরে প্রত্যন্ত অঞ্চলে বিস্তীর্ণ এলাকাজুড়ে কৃষকদের বাদাম ক্ষেতগুলো সবুজের হাতছানি দিচ্ছে। কৃষকরা চলতি মৌসুমের বাদামের বাম্পার ফলনের আশা করছে।
উপজেলার বাদাম চাষীরা এখন আগাছা দমন ও পরিচর্যা কাজে ব্যস্ত সময় বার করছেন।


এ সময় কথা হয় বেংহারী ইউনিয়নের বাদাম চাষি গোলাম মাওলার সাথে। তিনি জানান, অন্যান্য ফসলের চেয়ে বাদাম চাষ লাভজনক বলেই তিনি প্রতি বছর বাদাম চাষ করছেন। গতবারের চেয়ে চলতি মৌসুমে তিনি বাদামের আবাদ বেশি করেছেন। তিনি জানান আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাদাম চাষের বাম্পার ফলন হবে।


গত কয়েকদিন আগে হালকা আগাম বৃষ্টিপাত হওয়ায় কৃষকদের বাদাম ক্ষেতে আরো সতেজ ও সবুজ এবং প্রচুর ফুল ধরেছে। এতে চলতি মৌসুমে কৃষকরা বাদাম চাষে আরো পরিচর্যায় আগ্রহী হয়ে উঠেছে। গত বছর বাদামের দাম ছিল সন্তোষজনক। তবুও কৃষকরা অভিযোগ করে বলেন বাদামের সরকারি কোন বাজার মূল্য নির্ধারণ না থাকায় কৃষকরা বাদামের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।


এ ব্যাপারে বোদা উপজেলা কৃষি অফিসার জানান, মৌসুমে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৩৫০ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকদের বাদাম ক্ষেতগুলোতে পোকা মাকড়ের উপদ্রব কম থাকায় এবার বাদামের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে।


বিবার্তা/দোলন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com