
দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজে একাদশ, স্নাতক (ডিগ্রি) ও অনার্স শ্রেণীতে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের বরণ এবং ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর, বুধবার সকাল সাড়ে এগারোটায় হাকিমপুর মহিলা কলেজের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে মনোমুগ্ধকর এবং আনন্দ মুখর পরিবেশে নবীন বরণ, বিদায় ও দোয়া অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহিলা কলেজের অধ্যক্ষ মো. মামুনুর রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. ফেরদৌস রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম, সাবেক অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক মো. শাহিনুর ইসলাম, সদস্য মামুনুর রশীদ লেবু, প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম ও স্থানীয় সাংবাদিক বৃন্দসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে কলেজের মেয়ে শিক্ষার্থীদের পবিত্র কোরআন তিলাওয়াত এর সঙ্গে বাংলা অর্থ ও ইংরেজি অনুবাদ উপস্থাপন করা হয়।
পরে আলোচনা সভা শেষে স্থানীয় ও কলেজের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করা হয়।
বিবার্তা/রববানী/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]