
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গভীর রাতে জানালার গ্রীল কেটে বাড়িতে ঢুকে সকলের হাত-বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় বাড়ি ওয়ালার ছেলেকে মারধর ও শ্বাসরোধে হত্যার পর টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে স্বশস্ত্র ডাকাত দল। এ ডাকাতি ও যুবককে হত্যার ঘটনায় ওই পরিবারসহ এলাকাবাসীর মধ্যে এক দিকে শোক অন্যদিকে চরম আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, ৪ অক্টোবর, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামের সুপারী ব্যবসায়ী শফি উদ্দিনের বাড়ীতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলেফ উদ্দিন (৩৫)।
খবর পেয়ে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেনসহ পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছ। গুরুত্বসহ তদন্ত করছেন বলে জানান ওসি সানোয়ার হোসেন।
পুলিশ ও বাড়ির মালিক শফি উদ্দিন জানায়, আনুমানিক রাত দুইটার দিকে ১০ থেকে ১২ জনের মুখোশ পড়া স্বশস্ত্র ডাকাত রান্নাঘরের জানালার গ্রীল কেটে বাড়িতে প্রবেশ করে। বাড়িতে ঢুকেই তারা তাকেসহ তার স্ত্রী হাসিনা বেগম, ছেলে আলেফ উদ্দিন, আনিছুর রহমান এবং ছেলের বউ সোমাইয়া বেগমসহ সকলের হাত পা মুখ বেঁধে মারধর করতে করতে টাকা ও স্বর্ণালংকার কোথায় আছে দেখিয়ে দিতে বলে। এক পর্যায়ে তারা ড্রয়ারে থাকা রাখা ১০-১২ হাজার টাকা, ৫-৬ ভরি স্বর্ণালংকার এবং মহিলাদের শরীরে থাকা স্বর্নালংকারসহ আরও দুই-তিন ভরি স্বর্নালংকার ছিনিয়ে নেয়।
এসময় বাড়িওয়ালার ছেলে আলেফ উদ্দিন ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় তাকে বেদম মারপিট করে মুখে কাপড় গুজে দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।
শফি উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম বলেন, তারা টাকা ও স্বর্ণালংকার নেয়ার পরও আমার চোখের সামনে আমার ছেলেকে মারধর করে নাক-মুখ গলা চেপে ধরে হত্যা করে। প্রশাসনের কাছে অনুরোধ, আমার ছেলের হত্যাকারীদের যেন দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন জানান, এসপি মহোদয়সহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতির ঘটনায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো এবং থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাত দল রান্নাঘরের জানালার গ্রীল কেটে বাড়ীতে প্রবেশ করেছে। বাড়ির মালিকের ছেলে আলেফ উদ্দিন হয়তো ডাকাতদের চিনতে পেরেছে। সে কারণে ডাকাতরা তাকে মেরে ফেলতে পারে। পুলিশ অনুসন্ধান করে এই সংঘবদ্ধ ডাকাত দলকে গ্রেফতারের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
বিবার্তা/বিপ্লব/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]