
নাটোরের সিংড়ায় যশোরগামী যাত্রী বাস থেকে ৩কেজি গাঁজাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) রাতে নাটোর-বগুড়া মহাসড়কে যৌথবাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্টে গাঁজা জব্দ করে হাবীল (৩২) নামে এক জনকে আটক করা হয় ।
সিংড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহমেদ সাফওয়ান জাসির নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন
গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্স এর বিরুদ্ধে এ ভ্রাম্যমাণ
চেকপোস্ট স্থাপন করা হয়।
অভিযান চলার সময় গাড়ি চেকিং করে যশোরগামী একটি বাস থেকে মো. হাবীল (৩২) নামে এক যাত্রীর ব্যাগ থেকে ৩ কেজি পরিমাণ গাজা জব্দ করে আসামিকে আটক করে সিংড়া থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে একটি মাদক মামলা হয়েছে।
যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে সর্বমোট ৪৫,০০০ টাকা জরিমানা এবং বিভিন্ন সমস্যার জন্য ১ টি মোটরসাইকেল জব্দ করা হয়।
সিংড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহমেদ সাফওয়ান জাসির বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ট্র্যাফিক আইনের পরিপন্থি সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
বিবার্তা/রাজু /মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]