
পঞ্চগড় জেলা শহরের যানজট কমাতে উচ্ছেদ অভিজান শুরু করেছে জেলা প্রশাসন।
সোমবার (৪ নভেম্বর) সকালে জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে এই উচ্ছেদ অভিযার শুরু করা হয়।
শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি পর্যন্ত সড়কের জমি দখল করে থাকা দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী জানান, শহরের যানজট কমানোর পাশাপাশি সৌন্দর্য বর্ধণ ও নিরাপদ করতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এসময় উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসক সাবেত আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/বিপ্লব/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]