চলনবিলে পরিবেশ রক্ষায় উদ্যমী সেচ্ছাসেবী যুবকেরা
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১৬:৪১
চলনবিলে পরিবেশ রক্ষায় উদ্যমী সেচ্ছাসেবী যুবকেরা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছেন চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের উদ্যমী যুবক। পরিবেশ, প্রকৃতি, জীববৈচিত্র্য বিনষ্ট যাতে না হয় তারই লক্ষে প্রচার, প্রচারণা চালানো, পাখি শিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।


কাকডাকা ভোরে পাখি শিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে ছুটে যাচ্ছেন এ প্রান্ত থেকে অপর প্রান্ত। নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সভাপতি এস.এম রাজু আহমেদ সহ উদ্যমী যুবকরা। উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনাচসহ সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। যে সকল যুবকরা সক্রিয় ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তারা হলেন পরিবেশ কর্মী জুলহাজ কায়েম, রবিন খান, ফজলে রাব্বি, শুভ সরকার, মাসুদ রানা, মাহিদুল ইসলাম, মোতালেব হোসেন, রনজু আহমেদ, লিটন আহমেদ, মুন, আল-আমিন, আরিফ, ইসমেত তোহা’সহ আরো কয়েকজন তরুণ।


পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ জানান, চলনবিল বাংলাদেশের বৃহৎ বিল। বছরের ৫ মাস বর্ষায় আবদ্ধ থাকে। এসময় বানা দিয়ে অনেকে মাছ শিকার করে পানির প্রবাহ রোধ করে। শামুক ঝিনুক ধ্বংস করতে সচেষ্ট থাকে অনেকে। শীতের হাওয়া আসার সাথেপাখি শিকারীরা ও তৎপর হয়ে পড়ে। পরিবেশকর্মীরা এসব বিষয়ে সচেতনতা তৈরিসহ অভিযান পরিচালনা করে আসছে।


সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা বলেন, চলনবিলে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় চলনবিলের পরিবেশকর্মীরা সজাগ। এবিষয়ে পরিবেশ কর্মীদের প্রশাসন সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।


বিবার্তা/রাজু/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com