৬ দফা দাবিতে ঝিনাইদহে আইএইচটি’র শিক্ষার্থীদের প্রতিবাদ
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ২০:২৯
৬ দফা দাবিতে ঝিনাইদহে আইএইচটি’র শিক্ষার্থীদের প্রতিবাদ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

৬ দফা দাবিতে ঝিনাইদহ আইএইচটি’র শিক্ষার্থীরা সড়ক অবরোধসহ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে। এসময় নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ঝিনাইদহ-হরিনাকুন্ডু সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।


রবিবার (৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে শহরের আইএইচটি ক্যাম্পাসের সামনে তারা এ বিক্ষোভ করে।


তাদের ছয়দফা দাবিগুলো হলো, স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেডের পদমর্যাদা প্রদান করে বিশ্বস্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী আনুপতিক হারে পদ সৃজনপূর্বক দ্রুত নিয়োগ এর ব্যবস্থা ও অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালুকরণ, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকুরীজীবীদের আনুপাতিক হার পদন্নোতি বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধি এবং সাস্থ্য সুরক্ষা আইনে অন্তর্ভূক্তি করা, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি নামকরণে বিদ্যালয়ে রুপান্তর করে বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সকল আইএচইটির জন্য্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের সতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করা, মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সর্ভিস নীতিমালা প্রণয়ন এবং বি ফার্ম সহ সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা ও স্কলারশীপসহ প্রশিক্ষণভাতা চালু করতে হবে।


এ সময় ছাত্র-ছাত্রী প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, আবিদ হাসান, মেহেদী হাসান, হাদিউজ্জামান, ফাতেমা জান্নাতসহ বিভিন্ন বর্ষের অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা।


আন্দোলন চলাকালীন তারা ৬দফা দাবিতে ব্যানার নিয়ে নানা স্লোগান দিতে থাকে। সেসময় তারা তাদের সাথে বৈষম্যমূলক আচরণ তুলে ধরেন।


সেসময় সমন্বয়ক হাদিউজ্জামান পরবর্তী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিভাগ ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়ে বিক্ষোভের সমাপ্তি ঘোষণা করেন।


বিবার্তা/রায়হান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com